আব্দুল করিমঃ নারায়ণগঞ্জ উপজেলার সোনারগাঁও এ সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৯ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের সভাপতি জনাব ভিপি পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের উপদেষ্টা এবং আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাসরীন সুলতানা ঝরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান জনাব এস এম জহিরুল ইসলাম এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব রেজাউল ইসলাম। নতুন অফিস উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা বানী পাঠান সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের আরেক উপদেষ্টা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সোনারগাঁয়ের সাংবাদিকবর্গের মধ্য থেকে উপস্থিত ছিলেন সোনারগাঁ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন, আনন্দ টিভির প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি ছামির সরকার, সাংবাদিক ফাহাদ, শাহরুখ, মোক্তার, আনিস এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে খায়রুল আলম, হারুনুর রশিদ, সাইফুল ইসলাম, আলী হায়দার, হুমায়ুন কবির, পারভেজ, খোকন সহো আরো অনেকে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের সম্মানিত সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জনাব আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিসম উদ্দিন রাজিব, অর্থ সম্পাদক জনাব উলফত কবির এবং কার্যকরী সদস্য জনাব শামীম।
অনুষ্ঠানে আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, সরকারিভাবে সকল সংবাদিকদের নিবন্ধন প্রকৃয়া গ্রহণ করা হয়েছে, সবাইকে উপযুক্ত প্রশিক্ষিত হয়ে সরকারি সাংবাদিক নিবন্ধনের আওতায় আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে নাসরীন সুলতানা ঝরা বলেন, সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের সহো সকল সাংবাদিকবৃন্দ সোনারগাঁয়ের মাটি মানুষের কথা তুলে ধরে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে, তাই সাংবাদিকরা যেন সাংবাদিকতায় সর্বাত্মক আত্মনিয়োগে থাকতে পারে সে জন্য সাংবাদিকদের উপযুক্ত কর্মসংস্থানেরও ব্যবস্থা থাকতে হবে। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাংবাদিকদের জীবন মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিতে গুরুত্বারোপ করে আসছে। সমাপনী বক্তব্যে সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের সভাপতি ভিপি পারভেজ বলেন, ক্লাবের পদযাত্রার শুরু থেকেই নানান অনিয়মের বিরুদ্ধে ও মানুষ এবং সমাজকল্যাণে ক্লাবের সাংবাদিকরা কাজ করে যাচ্ছে যা সোনারগাঁ ব্যাপী স্বীকৃত। তিনি সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের সকল সাংবাদিকের ভূমিকার প্রতি এবং আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের সকল বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
Leave a Reply