ফারুক আহাম্মেদঃ বুকের তাজা রক্ত ঢেলে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের অনন্য এ মাস। যার চুরান্ত রূপ পেয়েছিলো বায়ান্ন’র ২১শে ফেব্রুয়ারি। রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরের প্রাণের বিনিময়ে বাঙালী পেয়েছিলো বাংলায় কথা বলার অধিকার। সময়ের সাথে সাথে বাঙালীর এই আত্মত্যাগ স্বীকৃতি পেয়েছে বিশ্ব অঙ্গণে।
মহান ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাব শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক্ সংগঠন বিভিন্ন রাজনৈতিক অংঙ্গসংগঠন সহ প্স্পুাস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়।
প্রথমে রাত ১২টা ১মিনিটে সোনারগাঁ উপজেলা প্রশাসন প্স্পুাস্তবক অর্পণ করে পরে সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি ভীপি পারভেজ ও সাধারন সম্পাদক আব্দুল করিমের নেতৃত্বে সদস্যবৃন্দরা পুস্পস্তবক অর্পণ করেন। এরপরে সাধারণ জনতা পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল অর্পণ করেন।
Leave a Reply