আরিফুল ইসলাম শামিমঃ নুনেরটেক লালপুরী বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্ভোধন করা হয়েছে। সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক লালপুরী বাজারে গত সোমবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্ভোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনারগাঁ শাখার ব্যাবস্থাপক মো, নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো, জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার লোকমান হেকিম। আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ ওয়ার্ড সভাপতি ওসমান মেম্বার, আওয়ামীলীগ নেতা জাকারিয়া ভূঁইয়া, পীরজাদা ফরাজি মোঃ হানজালা চিশতী, পীরজাদা নাঈম মোহাম্মাদ জাকারিয়া শাহ, আঃ খালেক, মুজিবুর রহমান, দেলোয়ার প্রধান, শুকুর আল মাহমুদ, ওমর চিশতী, কাদির মেম্বার, এজেন্ট ব্যাংকিং এর প্রোপাইটর মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।
লালপুরী শাহ হুজুরের নাতি লাতাফ শাহের কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। ব্যাংকের ব্যাবস্থাপক নাসির উদ্দির বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষনা প্রতিটি এলাকায় জনগনের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌছিয়ে দিতে এ এজেন্ট ব্যাংকিং ব্যাবস্থা চালু করা হয়েছে। অাপনাদের কষ্ট দূর করার জন্য আপনাদের বাড়িতেই ব্যাংক চলে এসেছে। সকল সুযোগ সুবিধা আপনারা এখানেই পাবেন।
লালপুরী দরবার শরীফের গদিনশীন পীর খাজা মুঈন চিশতী অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন। পরে ফিতা কেটে ব্যাংকিং কেন্দ্র উদ্ভোধন করা করা হয়।
Leave a Reply