ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার: সোনারগাঁ উপজেলার সকল চেয়ারম্যান চোর এমনি অভিযোগ উঠেছে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমানের বিরুদ্ধে।
গত ১০ মার্চ বৃহস্পতিবার সোনারগাঁ আলোচিত একটি গঠনা ভাইরাল হওয়ায় ওসি হাফিজুর রহমানের বক্তব্য নিতে গেলে উত্তেজিত অবস্থায় সোনারগাঁ চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের বাজে মন্তব্য সহ চোর উপাধি দিলেন।
এ সময় সাংবাদিকদের গোপন ক্যামারায় ধারণকৃত ফুটেজ থেকে জানা যায়, তিনি বলেন , আমি ডেজার ধরবো না, ডেজারের পাইপ কাটবো না, আমি বালুর পাইপ দিছে পাইপ কাটবো না, অবৈধ গ্যাস লাইন দিছে আমি গ্যাস লাইন কাটবো না, অবৈধ বিদ্যুৎ দিছে আমি বিদ্যুৎ কাটবো না, তিনি বলেন এগুলো আমার কাজ না এগুলো অন্যদের কাছে, তাহলে সোনারগাঁ থানায় ওসি হাফিজুর রহমানের কাজ কি জানতে চায় সাধারণ জনগণ,এক পর্যায়ে তিনি উত্তেজিত অবস্থায় বলেন, এ সোনারগাঁয় চেয়ারম্যানের অনেক অকারেন্স, যা আমি জানি ও দেখি, আমি তো সেদিন উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বলেছি আপনারা তো সকলে “চোর”, আপনারা পয়সা খান । তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা উপজেলা এসিলেন্ট মুন্না ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমি বলছি কিনা, পরবর্তী নাকি চেয়ারম্যানরা বলেন, নিজেদের মধ্যে গোলমাল করার কোন দরকার নাই থাক এসব কথা। এছাড়াও সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান সোনারগাঁর নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি, নেতাকর্মীদের নিয়ে নানারকম কটূক্তি ও বাজে মন্তব্য করেন।
ওসি হাফিজুর রহমানের বক্তব্যে বোঝা যাচ্ছে চেয়ারম্যানরা সোনারগাঁয়ে জনগণের সম্পদ লুটপাট করে খাচ্ছে, কি এমন শত শত কোটি টাকা আত্মসাৎ করে খাচ্ছে সোনারগাঁয়ের চেয়ারম্যানরা, কি এমন চুরি ও লুকোচুরি হচ্ছে সোনারগাঁ প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে। এরই ব্যাখ্যা-বিশ্লেষণ জানতে চায় সোনারগাঁ বাঁশি। এই হল সোনারগাঁ জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে বন্ধুত্ব। কেউ খাচ্ছে কেউ দেখছে। তাই সোনারগাঁ বাসি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
Leave a Reply