আরিফুল ইসলাম শামিমঃ সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকায় তিতাস সাবষ্টেশনে গ্যাস লাইন ডিভিশনের জন্য আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘন্টা সকল উপজেলার কাঁচপুর ইউনিয়ন ছাড়া বাকি ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঘোষনা দিয়ে তিতাস ডিস্টিভিউশন কোং লি: সোনারগাঁ জোনাল অফিস।
তিতাস গ্যাস ডিস্টিভিউশন কোং লিং সোনারগাঁ জোনাল অফিস জানান, সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকার সাবষ্টেশনে আরেকটি নতুন গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করায় আগামীকাল সোমবার সকাল থেকে আগামী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সোনারগাঁ উপজেলার পৌরসভা, সনমান্দি,মোগরাপাড়া, পিরোজপুর, বৈদ্যেরবাজার, সাদিপুর জামপুরসহ বিভিন্ন এলাকার গ্যাস সংযোগ বন্ধ থাকবে। গ্যাস ডিভিশনের কাজ শেষ হওয়া মাত্র সকল গ্যাস আগের মতো স্বাভাবিক থাকবে। তারা আরো জানান, কাজ করতে গিয়ে নির্ধারিত সময় থেকে সময়টা কমবেশী হতে পারে। সেজন্য তারা গ্যাস ব্যবহারকারীদের নিকট আন্তরিক দু:খ প্রকাশ করেন।
Leave a Reply