আরিফুল ইসলাম শামিমঃ অনেক আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ ৮ই অক্টোবর ২০২২ সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সন্তান কমান্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সফল ডেপুটি কমান্ডার জনাব ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব শামসুল ইসলাম ভূঁইয়া, দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁ থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জনাব সোহেল রানা।
এছাড়া অন্যান্যদের মধ্যে সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক থানা কমান্ডার জনাব মোঃ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা জনাব মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জনাব রফিকুল ইসলাম নান্নু, বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরীন সুলতানা ঝরা, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জনাব শরিফ উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজিব, বীর মুক্তিযোদ্ধা সন্তান আহসান হাবীব টিপু, সোনাগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি মেহেরনিগার সোনিয়া, নবনির্বাচিত সন্তান কমান্ডের সভাপতি জনাব বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জনাব লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলেয়া আক্তার সহ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply