মোক্তার হোসেনঃ ৪ঠা সেপ্টেম্বর ১২ঘটিকার সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ৫০শয্যা বিশিষ্ট নতুন ভবন এর শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টীর প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁ উপজেলায় গণমানুষের স্বাস্থ্যগত উন্নয়নের লক্ষ্যে সোনারগাঁয়ে নতুন ভাবে শুভ উদ্বোধন হলো আরো একটি স্বাস্থ্যকমপ্লেক্স ভবন।
এসময় জননেতা লিয়াকত হোসেন খোকা জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রোদ্ধা নিবেদন করে দেশ নেত্রী জননেত্রী শেখ হাসির সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে বলেন,শেখ হাসিনার ভালোবাসায় সোনারগাঁয়ে এমপি হয়েছি এবং সকল ক্ষেত্রে উন্নয়ন করতে পেরেছি।আমি জনগণের উন্নয়নের জন্য যেখানে যা করা দরকার,যেখানে জখন যেতে হবে,আমি সেখানে গিয়েই কাজ করব এবং কাজ নিয়ে আসব।আমি সোনারগাঁয়ের মানুষের উন্নয়ন করতে চাই। আমি এই হাসপাতালের সকলকে ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। আমি তাদের ধন্যবাদ জানাই, পরিছন্ন ও সুন্দর স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য।
এ সময় সোনারগাঁয়ের গণমানুষের নেতা এমপি লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে ও ডাক্তার সাবরিনা হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় পরিচালক ডাক্তার ফরিদ হোসেন মিয়া,লাইন ডাইরেক্টর ডাক্তার রিজওয়ানুর রহমান,সিভিল সার্জন অফিসার নারায়ণগঞ্জ ডাক্তার আবুল ফজলম মোহাম্মদ মশিউর রহমান,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া,সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহীদ এলাহী,জাতীয় পার্টীর সাধারন সম্পাদক আবু নাঈম ইকবাল,পৌরসভার জাতীয় পার্টীর সভাপতি এম এ জামান,বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামীন সরকার,সনন্মান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল,সম্ভপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ ও বিভিন্ন সাংবাদিক বৃন্দ
Leave a Reply