রাসেদুল ইসলাম রাসেলঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল গতকাল (১৭ জুলাই) সোমবার।
বেলা ১০ টায় সোনারগাঁ পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী নবনুর হোসেন সাবিকের নেতৃত্বে প্রায় ১০০০ হাজার নেতাকর্মী নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন। সোনারগাঁ পৌরসভার সামন থেকে বিশাল বহর নিয়ে তিনি ত্রি বার্ষিক সম্মেলনে যোগ দেন।এ সময় দলীয় স্লোগান থেকে শুরু করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু স্লোগানে মুখরিত করে তোলে সোনারগাঁও পৌর এলাকার রাস্তা।সোনারগাঁ পৌরসভ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী নবনুর হোসেন সাবিক বলেন, সেবা শান্তি প্রগতি স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন আদর্শ সৈনিক হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি,দলের দুঃসময়ে মামলা হামলার শিকার হয়েছি। আমি দীর্ঘদিন যাবত সোনারগাঁ পৌরসভা আওয়ামী যুব লীগকে নেতৃত্ব দিয়েছি।আমি পৌর যুব যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছি। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি,তারা যেন ত্যাগীদের মূল্যায়ন করে, দলের দুঃসময় যারা হামলা মামলা শিকার হয়েছে তাদের দিকে যেন একটু খেয়াল রাখে। পরিশেষে তিনি জানান সোনারগাঁর ইতিহাসে স্মরণকালের সেরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের, ত্রি-বার্ষিক সম্মেলন সফল হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব সোহাগ রনির সঞ্চালনায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়ির সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ১ নং সদস্য মাহফুজুর রহমান কালাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম নান্নু,আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সগির আহমেদ।উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহবুব এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন।
এছাড়াও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।