ভিপি পারভেজঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইউনিয় আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি শনিবার বিকেলে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার নেতা- কর্মীদের উপস্থিতিতে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত সোনারগাঁয়ের প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে গ্রহনযোগ্য এবং জনস্রোত নিয়ে কর্মী সম্মেলন করে রেকর্ড করলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। একটি ইউনিয়ন কর্মী সম্মেলন আজ জনসমুদ্রে পরিনত হয়েছে যা পূর্বে সোনারগাঁ উপজেলা সম্মেলনেও দেখা যায়নি।
পিরোজপুর ইউনিয়ন আওয়ামিলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,পিরোজপুর ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক ডা. মো. আতিক উল্লাহ, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি , সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নুর জাহান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকাদার শিপলু প্রমুখ।
Leave a Reply