সাব্বির ইবনে ছিদ্দিক নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী হাতিয়া উপজেলা প্রশাসন ও হাতিয়া থানায় পুলিশের আয়োজনে, উপজেলা পরিষদের সভা কক্ষে
সাম্প্রতিক সময়ে মেঘনা নদীর মোহনা ও সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রালারে বৃদ্ধিপাপ্ত জলদস্যুর হামলা নিয়ন্ত্রণে লক্ষ্যে মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আ.ফ.ম. নিজাম উদ্দিন* পিপিএম (বার), পুলিশ সুপার- নৌ-পুলিশ, টট্রগাম রেঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ খোরশেদ আলম- অতিরিক্ত পুলিশ সুপার, নৌ-পুলিশ, চট্রগ্রাম রেঞ্জ।
মোঃ বেলায়েত হোসেন- সহকারী পুলিশ সুপার (সার্কেল) নৌ-পুলিশ, চট্রগ্রাম রেঞ্জ।
মোঃ কেফায়েত উল্যাহ – ভাইস চেয়ারম্যান, হাতিয়া উপজেলা পরিষদ।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন ও হাতিয়া থানাধীন বিভিন্ন পুলিশ ইউনিটের ইনচার্জগণ সহ হাতিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার প্রধান আলোচ্য বিষয় ছিলো সম্প্রতি হাতিয়া থানাধীন মেঘনা নদী ও বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরা ট্রলারে জলদস্যূর হামলা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং জলদস্যুদের আইনের আওতায় নিয়ে তাদের উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করে জলদস্যূতা বন্ধ করন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,
মোহাম্মদ সেলিম হোসেন- উপজেলা নির্বাহী অফিসার, হাতিয়া।
Leave a Reply