আরিফুল ইসলাম শামিমঃ কিছুদিন আগে ভোর থেকেই চলছিল মুষলধারে বৃষ্টি। বৃষ্টি থেমে গেছে কিন্তু এর পরবর্তী সময়ে বৃষ্টির পানি সরানোর জায়গা না থাকার কারণে মোগরাপাড়া ইউনিয়নের ষোলপারা গ্রামের জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করছে।
ইউনিয়ন পরিষদের প্রবেশের গুরুত্বপূর্ণ সড়কসহ এ সড়কের সঙ্গে সংযুক্ত শাখা সড়ক ও অধিকাংশ অলিগলিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুবে গেছে ষোলপারা গ্রামের আরসিসি ঢালাই রাস্তা। মঙ্গলবার (০৫ অক্টোবর) সকাল ৯টার দিকে ষোলপারা সড়ক দিয়ে যাওয়ার সময় পানিতে ডুবে যাওয়ার এমন চিত্র দেখা গেছে।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই এই চিত্র দেখা মেলে এ সড়কটির বিভিন্নস্থানে। দেখা গেছে,এলাকাবাসী খুব কষ্ট করে কর্মস্থলে যাচ্ছেন। তাদের প্রায় হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। শুধু তাই নয় বৃষ্টিতে রাস্তাঘাটে, অলিগলিতে পানি জমে গেছে। তৈরি হয়েছে ভোগান্তির। সড়কটির পানিতে হেটে চলা লোকজনের ছবি তুলতে গেলে ক্ষোভে তারা বলে উঠেন, রাস্তা না ঠিক করে শুধু ছবি তুলতে আসেন। আমাদের এই কষ্ট কেউ দেখার নেই। আমাদের বাসায় পানি উঠেছে সেখানে গিয়ে ছবি তোলেন।
এক নারী পোশাক শ্রমিক নুরজাহান বলেন। তিনি চৈতি একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন। প্রতিদিন সকালে গার্মেন্টস যান ও সন্ধ্যায় বাসায় ফিরেন। তিনি বলেন, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পানি উঠে। আর এই ময়লা পনির ভিতর দিয়েই আমাদের সকাল-সন্ধ্যায় যাতায়াত করতে হয়। অফিস যাওয়ার সময় আমাদের কাপড় ভিজে যায় আর এই ভেজা কাপড় নিয়েই আমাদের কাজ করতে হয়। কোনো কোনো সময় অসুস্থ হয়ে পড়ি আমরা। এলাকাবাসী রাসেল,সুমন,আসিফ শওকত দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকাকে বলেন, একটু বৃষ্টিতেই এই রাস্তায় পানি উঠে যায়। এর কারণে পানির নিচে থাকা রাস্তার খানাখন্দ আমরা দেখতে পাই না।
এক শিক্ষার্থী বলেন সারাদেশের মতো সোনারগাঁয়ে স্কুল ও কলেজ খুলেছে। তবে স্কুলে যাওয়ার পথটি শিক্ষার্থীদের জন্য মোটেও অনুকূলে নয়। পানি পাড়ি দিয়ে স্কুলে যাচ্ছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর স্কুল খোলায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে বন্যার পানি পাড়ি দিয়েই যাচ্ছেন স্কুলে। এলাকাবাসী সূত্রে জানা যায় আমরা আমাদের রাস্তার এই বিষয়টি ইউনিয়ন পরিষদ মেম্বার সিপনকে বহুবার অবহিত করেছি,কাজ করার কথা থাকলেও অদৃশ্য কারনে স্থগিত হিয়ে আছে নিন্মান কাজ ,এলাকাবাসী আরো বলে বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রাথিকে দেখার জন্য অনুরোধ জানিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সামনে আসলেই দেখা যায় উন্নয়নের খবর তাহলে আমরা কি এই উন্নয়নের মধ্যে পরিনা, না এগুলো নির্বাচনী ফাঁদ সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য।
এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ আরিফ মাসুদ (বাবু) যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রাথি হাজী শাহ মোঃ সোহাগ রনি বলেন এই বিষয়ে আমি অবগত নই , আমাকে কেউ জানায়নি আমাকে জানালে জনগনের স্বার্থে আমার সাধ্য মতো চেষ্টা করতাম ইনশাআল্লাহ্ ।
মোগরাপাড়া ইউনিয়নের ষোলপারা গ্রামের মোঃ নাসির উদ্দীন সময়েক কণ্ঠ পত্রিকাকে বলেন, কিছুদিন আগে রাতে বৃষ্টির পর সকালে অনেক বৃষ্টি হয়েছেল। এতে ব্যস্ততম এই সড়কটির কিছু জায়গা পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমড় সমান পানি জমেছে। রাস্তার দুই পাশে ড্রেন না থাকার কারণে মাঝে মধ্যেই এই সমস্যার সৃষ্টি হয়। এখানে পানি জমার বিষয়টি আমরা মৌখিকভাবে বহুবার ১ নং ওয়ার্ড মেম্বার শিপন এর মাধ্যমে চেয়ারম্যানকে জানিয়েছি। আমাদের এখানে ড্রেনেজ সিস্টেম করার দরকার কিন্তু কোনো প্রতিকার হয়নি।
Leave a Reply