ভিপি পারভেজঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভা এলাকায় অবস্থিত ৯৪ নং সোনারগাঁ জি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ শে ডিসেম্বর দুপুর ১২ ঘটিকায় ৯৪ নং সোনারগাঁ জি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্পের নাম: প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পি.ই.ভি.পি-৩) অর্থায়নে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সোনারগাঁ, নারায়ণগঞ্জ স্থাপিতঃ ১৯৯৪ইং, পূণ নির্মাণ: ২০১২-১৩ ইং বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৯৪ নং সোনারগাঁ জি.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তারের সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সভাপতি নাসরিন সুলতানা ঝরা, সহ -সভাপতি তারিফ মোল্লা, সদস্য ভিপি পারভেজ সাংবাদিক সহ কমিটির সকল সদস্যবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের উপস্থিতিতে শিক্ষার্থীদের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতর করা হয়েছে। শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত রোল নং ১ থেকে ১০ তম পর্যন্ত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন প্রত্যেকটি শিক্ষার্থী যেন ভালো রেজাল্ট করতে পারে, অভিভাবক ও শিক্ষকদের নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মন খারাপ যেন না হয় সেই দিকে বিবেচনা করে সকল শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হবে। তিনি আরো বলেন, এই স্কুলের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনে আমি নিজে শিক্ষার্থীদের ক্লাস নিব।
Leave a Reply